বাড়িঅপরাধ ও দুর্নীতিগেটম্যানের গাফিলতিতে ট্রেন দুর্ঘটনা:দুজন নিহত

গেটম্যানের গাফিলতিতে ট্রেন দুর্ঘটনা:দুজন নিহত

সময় সংবাদ BD ঢাকা || ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ-সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ঝরে গেলো দুটি তাজা প্রাণ। স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় রেলগেটে ব্যারিয়ার না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. মিজান (৩২) বরিশাল উজিরপুরের কাউয়ারাহা এলাকার আবুল হাওলাদারের ছেলে। অপরজন ট্রেনের অজ্ঞাত এক যাত্রী। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. জাকির হাসান।

শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ-সংলগ্ন এলাকার রেলগেটে সকালের দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটব্যারিয়ার দাঁড় করানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হতে গেলে দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরদেহ দুটি সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

সূত্রে জানা যায়, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img