নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ BD ঢাকা।
Blue Helmets বইয়ের মোড়ক উন্মোচন
পান্ডুলিপি প্রকাশন থেকে প্রকাশিত ভ্রমণবিদ ও সুলেখক মোহাম্মদ আব্দুল হালিম এর জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়ে রচিত “Blue Helmets (A Commander’s Tale) মোড়ক উন্মোচন করা হয়েছে। অমর একুশে গ্রন্থমেলার পঞ্চম দিন বিকেল সাড়ে ৪টায় পুলিশ স্টাফ কলেজ মিরপুরে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলা পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি ড মল্লিক ফখরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন এমডিএস অতিরিক্ত ডিআইজি মতিউর রহমান, এমডিএস অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর, স্কুল অব ইন্টিলিজেন্সের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি সরদার তমিজউদ্দিনসহ অন্যান্য অফিসারবৃন্দ।
মোড়ক উন্মোচন শেষে রেক্টর বলেন, মোহাম্মদ আব্দুল হালিম একজন অনন্য ভ্রমণবিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রগতিশীল মূল্যবোধের একনিষ্ঠ সাধক। যে বই তিনি লেখেছেন তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইতিহাসবোধ এবং অসাম্প্রদায়িক আধুনিক চেতনার উত্তরাধিকার তিনি রেখে গেছেন তাকে ধারণ করে পাঠক সমাজ সামনে এগিয়ে যেতে পারবে। গ্রন্থটির প্রচ্ছদ পরিকল্পনা করেছেন লেখক নিজেই। ১২৮ পৃষ্ঠার ক্রাউন সাইজ বইটির মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। উল্লেখ একুশে বই মেলায় এই বইটির বিক্রয়লব্ধ অর্থ থেকে ১০ শতাংশ বীর মুক্তিযোদ্ধাদের জন্য এবং ১০ শতাংশ যুদ্ধ বিধস্ত প্যালাস্টাইনের শিশুদের জন্য ব্যয় করা হবে।
ডিআই/এসকে।