বাড়িজাতীয়১১১ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত

১১১ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত

images

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সাতক্ষীরার সুন্দরবন ও সীমান্ত সংলগ্ন কালিঞ্চি নদী পথে অবৈধভাবে ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে আটক হয়ে দীর্ঘদিন কারাগারে থাকা ১১১ বাংলাদেশি জেলেকে ৫টি ট্রলারসহ ফেরত দিয়েছে ভারত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে  ভারতীয় পুলিশ শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

এ সময়  উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মনজুর আলম ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৪ নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ ও অপারেশন অফিসার মেজর মামুন।

ওসি আমিনুল ইসলাম  জানান, ফেরত আসা ১১১ বাংলাদেশির বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া, বরগুনা ও পটুয়াখালীতে। তারা বিভিন্ন সময়ে ৫টি ট্রলারে করে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় প্রবেশের অভিযোগে আটক হয়ে সেদেশের কারাগারে ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের আত্মীয় স্বজনের জিম্মায় দেওয়া হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img