বাড়িআন্তর্জাতিকপূর্ব ইউক্রেনে অস্ত্র বিরতি চুক্তি কার্যকর

পূর্ব ইউক্রেনে অস্ত্র বিরতি চুক্তি কার্যকর

index
নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা: পূর্ব ইউক্রেনে একটি নতুন অস্ত্র বিরতি চুক্তি কার্যকর হয়েছে, যা দেশটির সরকারী বাহিনী ও বিদ্রোহী উভয় পক্ষই মেনে চলছে বলে জানা গেছে।
অস্ত্র বিরতি কার্যকর হবার পরই, দোনেটস্ক, লুহানস্ক এবং ডেবাল্টেসভ শহরেগুলোতে চলা সহিংসতার মাত্রা কমে এসেছে।দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন তিনি তার বাহিনীকে অস্ত্র বিরতি মেনে চলার আদেশ দিয়েছেন।

তবে, বিদ্রোহীরা অস্ত্র বিরতির শর্ত ভঙ্গ করলে সরকারি বাহিনীও আর তা মেনে চলবে না বলে তিনি হুশিয়ারি প্রদান করেছেন ।

এর আগে অস্ত্র বিরতির চুক্তি বলবত করা না হলে, সামরিক আইন জারি করার হুঁশিয়ারি দেন মি পোরোশেঙ্কো।

এর আগে সহিংসতা চলার প্রেক্ষাপটে বিদ্রোহীরা বলেছিল অস্ত্র বিরতি নিয়ে যে চুক্তি হয়েছে, ডেবাল্টেসভ শহর এই যুদ্ধবিরতির আওতার বাইরে থাকায় সেখানে যুদ্ধ চলছে।

এছাড়া মারিওপোলেও বিচ্ছিন্নতাবাদীরা হামলার তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img