স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা শহরের প্রাণ কেন্দ্র ভি জে স্কুলের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এতে মিল্টন নামে এক দোকান কর্মচারী আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ব্যস্ততম ও বাণিজ্যিক সড়ক ভি জে স্কুলের সামনে দুর্বৃত্তরা একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে।
নিক্ষিপ্ত বোমার স্প্রিন্টারে মিল্টন নামে এক দোকান কর্মচারী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
বোমা বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার আলামত উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।