বাড়িপ্রধান খবর৯ মার্চ আসছে "আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩" সংশোধনের খসড়া

৯ মার্চ আসছে “আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩” সংশোধনের খসড়া

anisul hak

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ২ মার্চের পরিবর্তে ৯ মার্চ মন্ত্রীসভায় উঠছে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন/দলের বিচারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ সংশোধনের খসড়া প্রস্তাব।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক রোববার সচিবালয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন।

এসময় আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। তবে ২ মার্চ সোমবারের মন্ত্রীসভায় বৈঠকে আইনটি উঠছে না। আগামী ৯ মার্চ আইনটির সংশোধন প্রস্তাব মন্ত্রীসভায় উঠতে পারে।

বৈঠকে আলোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জেমস স্টুয়ার্ডের সঙ্গে আলেচনা হয়েছে। পলাতক যুদ্ধাপরাধীদের ঠিক কবে ফিরিয়ে আনা হবে এ প্রসঙ্গে তিনি বলেন, শিগরিই তাদের ফিরিয়ে আনা হবে।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত ১৭ মামলায় দণ্ড পাওয়া ১৮ জনের মধ্যে পাঁচ আসামি পলাতক রয়েছেন। ওই পাঁচ জনকেই ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করে সরকার।

তবে এসব আসামিদের মধ্যে আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। অন্য চারজনের অবস্থান স্পষ্ট হলেও আইনি পদ্ধতি মেনেই দেশে ফিরিয়ে আনতে হবে সরকারকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img