বাড়িঅর্থনীতি৬০০ ডলার গুনতে ৩৬০০ মিনিট

৬০০ ডলার গুনতে ৩৬০০ মিনিট

dolar

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে কর পরিশোধ করা সত্ত্বেও আটক হলেন টিমোথ অ্যান্ড্রিও নরিস। ২৭ বছর বয়সী এ টেক্সান তার সম্পদের কর দেন ৬০০ ডলার। প্রতিটি ডলার তিনি শক্ত করে মুচড়ে রেখেছিলেন।

নোটগুলো এমনভাবে মোড়ানো ছিল যে প্রতিটি নোট খুলতে কর কর্মকর্তাদের ৬ মিনিট সময় লাগবে।

অর্থাৎ ৬০০ ডলার গুনতে তাদের সময় লাগবে ৩৬০০ মিনিট অথবা ৬০ ঘন্টা। এ সময় এক সপ্তাহের কর্মঘন্টার সমান।
তারপরও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে কর কর্মকর্তা টমি স্মিথ ওই করদাতা নরিসকে চলে যেতে বলেন। কিন্তু নরিস যেতে অস্বীকৃতি জানালে অবৈধভাবে কর অফিসে থাকার অভিযোগে তাকে আটক করা হয়। আটক করতেও বাঁধা দিতে গিয়েছিলেন তিনি। এ কারণে আইনী কাজে হস্তক্ষেপের অভিযোগও আনা হয়েছে তার প্রতি।

বাস্তবে সবকিছুই সঠিকভাবে করেছিলেন তিনি। ফেব্রুয়ারীর ১ তারিখের মধ্যে টেক্সাসে কর পরিশোধের নিয়ম। তিনি জানুয়ারীর ২৮ তারিখে কর নিয়ে হাজির হন এবং এ ঘটনা ঘটান।

তবে এভাবে প্রতিটি ১ ডলারের নোট দিয়ে কর পরিশোধ করা এবারই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে পেনিসিলভানিয়ার রবার্ট ফার্নান্দেস তার ৭ হাজার ১৪৩ ডলার ৫৪ সেন্ট কর প্রতিটি ১ ডলারের নোট দিয়ে দিয়েছিলেন। এ কাজ করার সময় তিনি তার স্ত্রী ও সন্তানদেরও নিয়ে এসেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img