বাড়িজাতীয়কারাগারে বন্দীরা কথা বলবে মোবাইলে

কারাগারে বন্দীরা কথা বলবে মোবাইলে

images

 

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃদেশের বিভিন্ন কারাগারে থাকা বন্দীরা এবার মোবাইল ফোনে কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন। এলক্ষ্যে দেশের ২১ টি কারাগারে মোবাইল বুথ বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাজতিরা মাসে দুইবার এবং কয়েদিরা মাসে একবার এ সুযোগ পাবেন। এ সংক্রান্ত একটি নীতিমালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্দিরা কারাগারে একাকী জীবনে অবসাদে ভুগে। এতে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। বন্দীদের মানসিক স্বাস্থ্যের অবনতি থেকে রক্ষা করতে উন্নত বিশ্বের আদলে দেশের কারাগারগুলোতে মোবাইল বুথ বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। বন্দীর দুজন নিকটাত্মীয়ের ফোন নম্বর সংগ্রহ করবে কারাকর্তৃপক্ষ। সর্বোচ্চ পনেরো ১৫ মিনিট কথা বলতে পারবেন তারা। তবে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিরা কথা বলার সুযোগ পাবেন না। বিশেষ প্রয়োজনে গোয়েন্দাদের উপস্থিতিতে তাদের কথা বলার সুযোগ দেয়া হবে।

মোবাইলে কথা বলার এ সুযোগের অপব্যবহার রোধে থাকবে প্রযুক্তিগত ব্যবস্থা। প্রাথমিকভাবে একুশটি কেন্দ্রীয় কারাগারে এ সুবিধা দেয়া হবে। চলতি বছরেই এ সুবিধা চালু করতে চায় প্রশাসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img