
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে জিম্বাবুয়ে।
বুধবার বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। এদিন অপরাজিত শতক করেছেন মাসাকাদজা।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে ১১৯ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অপেক্ষায় থাকা মাসাকাদজা। ১১৯ বলে খেলা তার অপরাজিত ১১৭ রানের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কায় সমৃদ্ধ।
লঙ্কানদের সর্বোচ্চ ৫৮ রান করেন করুনারত্নে। তার ৭১ বলের ইনিংসটি সাজানো তিনটি চারে। ৫১ বলে ৫১ রানের কার্যকর ইনিংস খেলেন অলরাউন্ডার মেন্ডিস। তার ইনিংসটি ৪টি চারে গড়া।
এই ম্যাচে ব্যাট করেননি শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
৩৫ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার উইলিয়ামস।