স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দেশব্যাপী ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিন শুরু। রোববার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে বুধবার ভোর ছয়টা পর্যন্ত।
সেই সঙ্গে আজ সারাদেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবে ২০ দলীয় জোট।
গতকাল শুক্রবার বিকালে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি এ ঘোষণা করা হয়।
এদিকে হরতালের শুরুতে এই রিপোর্ট লিখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বিরোধীদলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার বন্ধ এবং এখন পর্যন্ত গণদাবির প্রতি সরকারের তাচ্ছিল্য প্রদর্শন করার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।