বাড়িঅর্থনীতি৫৩ দিনের অবরোধে ক্ষতি ২ হাজার কোটি টাকা

৫৩ দিনের অবরোধে ক্ষতি ২ হাজার কোটি টাকা

porjoton

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ দেশব্যাপী চলমান অবরোধ ও হরতালে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। চলমান অবরোধ এবং হরতালে পর্যটন ব্যবসা কমেছে প্রায় ৯৫ শতাংশ। এবং ৫৩ দিনের টানা অবরোধে এ খাতে ২ হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

টোয়াবের সভাপতি প্রফেসর ড. আকবর উদ্দিন আহমাদ গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ট্যুরিজম সেক্টর : চ্যালেঞ্জ অ্যাহেড’ শীর্ষক এক বৈঠকে এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, শীতকালে এদেশে পর্যটনদের আগমন বেড়ে যায়। কিন্তু গত তিন বছর ধরেই রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটন শিল্পের মারাত্মক ক্ষতি হয়েছে। পর্যটন খাতকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে টোয়াব নেতারা।

এসময় আরও উপস্থিত ছিলেন টোয়াব সহ-সভাপতি মো. রাফেউজ্জামান, মো. হাফিজুর রহমান ফারুক, পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) আরএইচএম ইমরান চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাকিম আলী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img