বাড়িক্রিকেট৩০৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড

৩০৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড

West Indies v Ireland - 2015 ICC Cricket World Cup

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ক্যারিবীয়দের দেয়া ৩০৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ ২০.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৪ রান।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫’র পঞ্চম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার খেলায় টস জিতে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড বোলিং করার সিদ্ধান্ত নেন।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের সেক্সটন ওভাল, নেলসন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড খেলা শুরু হয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে।  সিমন্স করেছেন ৮৪ বলে ১০২ রান। শতকের পরের বলেই (৪৯.৫ বলে) ম্যাক্স সোরেনসেনের বলে আউট হন তিনি। এছাড়া ৬৭ বলে ৮৯ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ড্যারেন স্যামি।

ম্যাচের শুরুতে মাত্র ৮৭ রানে ৫ ইউকেট হারিয়ে বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরে সপ্তম উইকেট জুটিতে সিমন্স-স্যামি যোগ করেন ১৫৪ রান। আর এতেই ক্যারিবীয়দের ভিত্তি হয় শক্ত।

আয়ারল্যান্ডের হয়ে  জর্জ ডকরেল ১০ ওভারে ৫০ রানে নেন সর্বোচ্চ ৩টি উইকেট। এছাড়া জন মুনি , ম্যাক্স সোরেনসেন , কেভিন ও’ ব্রায়েন নেন ১ টি করে উইকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img