বাড়িক্রিকেট২৬৭ রানে অলআউট টাইগাররা

২৬৭ রানে অলআউট টাইগাররা

206147.3

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সাকিব আর মুশফিকের ব্যক্তিগত দুটি অর্ধশতকে ভর করে শেষ পর্যন্ত  ২৬৭ রানে অলআউট হয়  টাইগাররা। জিততে হলে আফগানদের করতে হবে ২৬৮ রান।

টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ১৩৬ ম্যাচ খেলা বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল এবং ২৮ ম্যাচ খেলা ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়।

আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপে আফগানদের হয়ে বোলিং শুরু করেন ২৫ ম্যাচ খেলা হামিদ হাসান।

বাংলাদেশের হয়ে মুশফিক ৭১ রান, সাকিব ৬৩ রান, ও এনামুল করে ২৯ রান।

আফগানদের হয়ে হামিদ হাসান ও আশরাফ নেন ২ টি করে উইকেট।

বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, আনামুল হক, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়াক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।

আফগানিস্তানের একাদশ:
জাভেদ আহমাদি, মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আফতাব আলম, আসগর স্তানিকজাই, হামিদ হাসান, মিরওয়াইস আশরাফ, নাজিবুল্লাহ জর্দান, নওরোজ মঙ্গল, সামিউল্লা শেনওয়ারি ও শাপুর জর্দান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img