বাড়িআন্তর্জাতিক২১ খ্রিষ্টানের শিরশ্ছেদ করেছে আইএস

২১ খ্রিষ্টানের শিরশ্ছেদ করেছে আইএস

full_258873322_1424044021
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ একদল মিশরীয় খ্রিষ্টানের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে লিবিয়ার ইসলামিক ষ্টেট (আইএস) জঙ্গিরা । কয়েক সপ্তাহ আগে লিবিয়ায় অপহৃত ২১জন মিশরীয়কে কমলা রঙের পোশাক পড়িয়ে বসিয়ে রাখা হয়েছে। পরে যাদের শিরশ্ছেদ করা হয়।
জঙ্গিদের প্রকাশিত ফুটেজের ক্যাপশনে লেখা ছিল, ধর্মের কারণেই ওই মিশরীয় খ্রিষ্টানদের হত্যা করা হয়েছে। যাদের শিরশ্ছেদ করা হয়েছে, তাদের মিশরের শত্রুভাবাপন্ন চার্চের অনুসারী বলে অভিহিত করা হয়।
ঘটনার প্রতিক্রিয়ায় মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে তড়িঘড়ি এক বৈঠক করে, সাতদিনের শোক ঘোষণা করেছেন।
ডিসেম্বর ও জানুয়ারিতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সিরতে শহর থেকে ২১জন মিশরীয় খ্রিষ্টানকে অপহরণ করা হয়। দেশটির প্রধান ইসলামিক কর্তৃপক্ষ এ ঘটনাকে বর্বরোচিত বলে আখ্যায়িত করেছে।
তবে, যুক্তরাজ্যের কপটিক চার্চের বিশপ এ্যাঞ্জেলোস বলেন, এ ঘটনায় মিশরের সরকারের কিছু করার ছিল না।
তিনি আরও বলেন, এখানে মিশর সরকারের কিছু করার নেই, যেমন শিরশ্ছেদ করা ওই ব্যক্তিরা যুক্তরাজ্যের নাগরিক হলে ব্রিটেনের কিছুই করার থাকত না। পুরো বিষয়টিকে সামগ্রিকভাবে দেখতে হবে এবং ঘটনার জবাবে আরো ভয়ংকর সহিংসতা করা উচিত হবে না।
মানবিকতার বিষয়টি খেয়াল রেখে এই সংকটের সমাধানের ব্যাপারে জোরারোপ করেন বিশপ এ্যাঞ্জেলোস।
সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও, প্রতিবছর কাজের খোঁজে হাজার হাজার মিশরীয় সীমান্ত পেরিয়ে লিবিয়াতে যায়।
দেশটিতে বিবাদমান অনেকগুলো জঙ্গি ও জিহাদি গোষ্ঠী থাকায় লিবিয়ায় আইএসের ঠিক কি পরিমাণ শক্তি রয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায় না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img