সময় সংবাদ বিডি,চট্টগ্রাম :
চট্টগ্রামে প্রায় ৮৩ কোটি টাকা মূল্যের ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌ-বাহিনী।
বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকার ১নং বায়ার থেকে গোপন সংবাদের ভিত্তিতে এই সব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এই ঘটনায় নৌ-বাহিনী সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
নৌ-বাহিনীর গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার খান মোহাম্মদ শামীম বলেন, ‘বন্দরের বহির্নোঙরের ১ নম্বর বয়া এলাকায় একটি কাঠের নৌকা দেখে সন্দেহ হয়। এসময় নৌ-বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা যাত্রার দিক পরিবর্তন করে পারকি বিচ এলাকায় যায় এবং নৌকাটি ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৫ লাখ পিস ইয়াবা
উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার দাম প্রায় ৮৩ কোটি টাকা।’
বৃহস্পতিবার সকালে নৌ-বাহিনীর মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, আটককৃত ইয়াবাগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চালান।