বাড়িজাতীয়১৫ বিশিষ্ট নাগরিককে ক্ষমা করেছেন ট্রাইব্যুনাল

১৫ বিশিষ্ট নাগরিককে ক্ষমা করেছেন ট্রাইব্যুনাল

 

court-judgement-hammer7

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে শাস্তি দেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ায় আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালের জারি করা রুলের পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ড. শাহদীন মালিকসহ ১৫ বিশিষ্ট নাগরিককে ক্ষমা করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ক্ষমাপ্রাপ্তদের মধ্যে শাহদীন মালিক ছাড়া অন্য ব্যক্তিরা হলেন- এম হাফিজ উদ্দিন, তাহমিমা আনাম, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মুহসিন, নাইলা খান, সাহনাজ হুদা, সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, জাকির হোসাইন, অরুপ রাহী, সাইনা আক্তার, ইলিরা দেওয়ান।

বাকি ৩৪ জন নাগরিক ও একই রায় নিয়ে সম্পাদকীয় প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের সাময়িকী নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি-না সে বিষয়ে আদেশের দিন আগামী ৩ মার্চ ধার্য করা হয়েছে।

গত ২ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে সাজা দিয়ে আদেশ দেন। এর পর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

একই আদলে গত ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করে। পরবর্তীতে খুশি কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img