
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ১০৫ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথমেই বিপাকে পড়ে পাকিস্তান। নিয়মিত ভাবে উইকেট হারাতে থাকা পাকিস্তান ৩৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে সর্বমোট ১৬০ রান সংগ্রহ করে।
দলের হয়ে সর্বচ্চো উমর আকমল করেন ৫৯ রান ও মাকসুদ করেন ৫০ রান।
ওয়েস্ট ইন্ডিজ এর হয়ে রাসেল ও টেলর নেন ৩ টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১০ রান করে একটি চ্যালেঞ্জিং স্কোর করে ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে ডুয়াইন ব্রাভো ৪৯, মারলন স্যামুয়েলস ৩৮, দিনেশ রামদিন ৫১, সিমন্স ৫০, ড্যারেন সামি ৩০ এবং অ্যান্দ্রে রাসেল ৪২ রান করেন।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ইরফান ১টি, সোহেল খান ১টি, ওয়াহাব রিয়াজ ১টি ও হ্যারিস সোহেল ২টি করে উইকেট নেন।