বাড়িঅন্যান্যহোমনায় ৯ বছরের শিশু ধর্ষন ॥ ধর্ষনকারী পলাতক

হোমনায় ৯ বছরের শিশু ধর্ষন ॥ ধর্ষনকারী পলাতক

images

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ কুমিল্লার হোমনায় সাকিবা আক্তার নামের ৯ বছরের এক শিশুকে ধর্ষন করেছে বাচ্চু মিয়া (৫৫) নামের এক পাষন্ড। ঘটনাটি ঘটে উপজেলার নিলুখী ইউনিয়নের ইটাভরা গ্রামের স্কুল বাড়ীতে।

ধর্ষনের শিকার শিশু সাকিবা আক্তার ওই গ্রামের মোঃ সাগর মিয়ার মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এবং ধর্ষনকারী একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে বাচ্চু মিয়া।

এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হলেও মামলা প্রত্যাহারের জন্য স্থানীয় এক শ্রেণীর  দালাল লোক মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।

এলাকাবাসী ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারী উপজেলার ইটাভরা গ্রামের মোঃ সাগর মিয়ার মেয়ে শিশু সাকিবা আক্তার বাসায় খেলা করছিলো। এসময় প্রতিবেশী চকের বাড়ীর সুরুজ মিয়ার ছেলে লম্পট বাচ্চু মিয়া ওই শিশুটিকে খাবার কিনে দেবে এমন প্রলোভন দেখিয়ে উপজেলার কৃষি ইনস্টিটিউটের একটি কক্ষে নিয়ে মেয়েটিকে জোর পুর্বক ধর্ষন করে।

এসময় তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সাকিবাকে উদ্ধার করে এসময়  বাচ্চু পালিয়ে যায়। পরে ভিকটিমের বাবা সাগর প্রথমে  স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং কুমিল্লার একটি হাসপাতালে দীর্ঘ ১২দিন চিকিৎসার পর শিশুটি গত শনিবার বাড়ীতে আসলে ঘটনা ধামাচাপা দিতে তার পিতা সাগরের নিকট স্থানীয় দালাল ও প্রভাবশালীদের ভিড় করতে দেখা যায়।

এ বিষয়ে ভিকটিমের পিতা সাগর জানায়, আমার শিশু মেয়েটিকে ঘর থেকে ডেকে নিয়ে যে সর্বনাশ করেছে। তার বিচার চাওয়ার আগেই হুমকি ও ভয় দেখিয়ে মামলা তুলে নিতে বলছে।

তারা বলছে স্থানীয় ভাবে বিচার করে দিবে। আমি ভয়ে আছি আমার শিশু মেয়ের ইজ্জতের বিচার কি আমি পাবনা?

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ বজলুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এলাকার মানুষ কি বলেছে? আপনারা আসেন দেখেন। খোঁজ নিয়ে দেখেন ঘটনা কতটুকু সত্য। আমি সরল মানুষ সরল কথা কইলাম।

বাচ্চুর বাড়ীতে গিয়ে দেখা যায় তার ঘরে তালা ঝুলছে। ঘটনার পর থেকেই তারা বাড়ীতে নেই বলে তার প্রতিবেশীরা জানায়।

হোমনা থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান সিকাদর সময় সংবাদ বিডিকে জানান, বিষয়টি নিয়ে থানায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। আমরা আসামীকে গ্রেফতারের চেষ্ঠা করছি ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img