আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ কুমিল্লার হোমনায় ভয়াবহ অগ্নিকান্ডি একটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে ২৫ জনেরও বেশী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলার ১ নং মাথাভাংগা ইউনিয়নের দাড়িগাঁও মোল্লার বাড়ীর মোজাম্মেল মোল্লার বাড়ীতে রবিবার বিকাল ৫টার দিকে ঘটনাটি ঘটে ।
এতে ঘরের ভেতরে থাকা স্বর্ণালঙ্কার নগদ অর্থ ফ্রিজ টিভি, আসবাবপত্রসহ প্রায় ২২ লক্ষাধিক টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানায়।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়,উপজেলার ১ নং মাথাভাংগা ইউনিয়নের দাড়িগাঁও গ্রামের মোঃ মোজাম্মেল হক পেশায় একজন ইঞ্জিন মিস্ত্রি ও কৃষক। তার একটি মাত্র সন্তান। প্রতিদিনের মত সে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করার জন্য চলে যায়। পরিবারের অন্য সদস্যরা আসর নামাজ নামাজ পড়ার জন্য অজু করতে টিউবওয়েলে যায়। এমন সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিসংযোগ ঘটে আগুন মুহুর্তেই ছড়িয়ে পরে সমস্ত ঘরে।
এসময় তার আর্ত চিৎকারে প্রতিবেশীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করার চেষ্ঠা করে। টানা দেড় ঘন্টা চেষ্ঠা শেষে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হলেও এর আগেই পড়ে ছাই হয়ে যায় সমস্ত ঘরটি। এতে প্রায় ২২ লক্ষাধিক টাকার ক্ষতি হবে বলে স্থানীয়রা মনে করছেন।
স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও যথাসময়ে পৌছতে পারেনি বলে জানায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।