বাড়িআন্তর্জাতিকহামাসকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো মিশর

হামাসকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো মিশর

hamas

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে আন্দোলনকারী হামাসের সামরিক শাখা ‍আল কাসাম ব্রিগেডের পর এবার পুরো সংগঠনকে ‘সন্ত্রাসী’ বলে ঘোষণা করলো মিশর।

শনিবার মিশরের একটি আদালত এই ঘোষণা দেন।

এই ঘোষণায় ফিলিস্তিনসহ পুরো গাজা জুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। এই রায়ের প্রতিবাদে শনিবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের লোকজন বিক্ষোভে নামে। জাবালিয়ার বিক্ষোভের পরপরই গাজার অন্যান্য অঞ্চল থেকে প্রতিবাদ মিছিলের খবর আসতে থাকে।এই বিক্ষোভ আজও অব্যাহত আছে।

এই ঘোষণার পাশাপাশি আদালতের রায়ে মিশরীয় প্রেসিডেন্ট ‍আবদুল ফাত্তাহ আল-সিসির ‘মৌলবাদবিরোধী আইনানুগ অভিযান’ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।

গাজা উপদ্বীপের ‘ডি ফ্যাক্টো’ শাসক হামাসের বিরুদ্ধে দু’টি বেসরকারি আবেদনের প্রেক্ষিতে শনিবার এই আদেশ দেওয়া হয়।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি আদালতের এই রায়ের নিন্দা জানিয়ে বলেন, মিশরেরর আদালতের সিদ্ধান্ত আমাদের স্তম্ভিত করেছে। এই রায় ফিলিস্তিনের জনগণ ও এ অঞ্চলের প্রতিরক্ষা বাহিনীকে দমিয়ে দিতে দেওয়া হয়েছে।

ফিলিস্তিনের এক শীর্ষ সরকারি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হতে পারে।তিনি আরও বলেন, হামাস ফিলিস্তিনের জাতীয় ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ এবং তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, এরআগে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কানাডার হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img