স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর হাজারীবাগ শিশুপার্কে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের জনসভায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে ৩ জন আহত হয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতা মুকতার হোসেন (২৬) ও মোহাম্মদ সেলিম।
বুধবার বেলা তিনটায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীর হাজারীবাগ শিশুপার্কে ওই সমাবেশে ৩ তার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে ৩ গুরুতর আহত হন। এদের মধ্যে মোক্তার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাত, কানে ও মাথার পেছনে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।