স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃহরতালে সহিংসতা বন্ধে যে রুল দিয়েছেন হাইকোর্ট তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে সরকার— উল্লেখ করে তারপর আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, এভাবে হরতাল-অবরোধের নামে নাশকতা, সন্ত্রাস করে বিএনপি তাদের দাবির অবশিষ্ট ন্যায্যটুকুও ধ্বংস করে দিচ্ছে।
গণতান্ত্রিক আন্দোলন নাশকতার চেয়ে বেশি শক্তিশালী— মন্তব্য করে তিনি আরো বলেন, ছাত্র সমাজকে জিম্মি করে কোনো আন্দোলনই সফল হবে না।
বিএনপি এখন সন্ত্রাসী আর জামাতের হাতে বন্দি হয়ে পড়েছে— উল্লেখ করে জনসম্পৃক্ততা না থাকায় বিএনপির এ আন্দোলনে ক্রমেই স্তিমিত হয়ে পড়েছে বলেও মনে করেন সুরঞ্জিত সেনগুপ্ত।