স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল চলছে। চলমান এই অবরোধ-হরতাল ভঙ্গ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তবারক নিয়ে আসছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) ও ওলামা দল।
আজ বেলা ১১ টায় খালেদা জিয়ার ছোটছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সিলেট হজরত শাহজালালের (রহ.) মাজারে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গুলশান কার্যালয় সূত্রে জানা, অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার জন্য তবারক নিয়ে সংগঠন দুটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দেয়।
জানা যায়, প্রতিনিধি দলটি সন্ধ্যা ৬টায় দিক চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছাবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
চলমান অবরোধ-হরতালের মধ্যে তারা কিভাবে তবারক নিয়ে ঢাকায় আসছে- এই প্রশ্নের জবাবে শায়রুল কবির খান বলেন, এ ক্ষেত্রে অবরোধ-হরতাল ভঙ্গ হবে না। কারণ প্রতিনিধি দলটি মাজারের গাড়িতে রওনা দিয়েছে। আর মাজারের গাড়ি অবরোধ-হরতালের আওতামুক্ত।