বাড়িঅর্থনীতিহরতাল-অবরোধে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন : তোফায়েল

হরতাল-অবরোধে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন : তোফায়েল

তোফায়েল

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকা:  বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের কারণে শুধুমাত্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ জনগণ মানছেন না। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে।

শুক্রবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা।

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে শেখ হাসিনার অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।

সভায় তোফায়েল আহমেদ বলেন, ‘আজও ট্রাফিক জ্যাম। অবরোধ কি হচ্ছে? সবকিছু স্বাভাবিক। তিনি বলেন- হ্যাঁ আমি বাণিজ্যমন্ত্রী। আমার সঙ্গে ব্যবসায়ীদের কথা হয়। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান, উত্তরের সভাপতি রবিউল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক রানা প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img