বাড়িঅর্থনীতিহরতাল-অবরোধে চরম দুরাবস্থা পরিবহন খাতে

হরতাল-অবরোধে চরম দুরাবস্থা পরিবহন খাতে

images
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা হরতাল-অবরোধে দেশজুড়ে পরিবহন খাতে চরম দুরাবস্থা দেখা দিয়েছে। হরতাল-অবরোধের টানা ৪৩ দিনের অবরোধে শুধু রাজশাহীতে পরিবহন খাতে ৮৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।
একই সাথে ট্রাক-বাসে পেট্রলবোমা মেরে ও ভাংচুর করে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফলে পরিবহন খাতে অনেক শ্রমিকের অবস্থা এখন শোচনীয়।
এছাড়া প্রতিদিন পরিবহন মালিকদের গুনতে হচ্ছে মোটা অংকের লোকসান। বাড়ছে ব্যাংকের সুদ। বেকার হয়ে পড়েছেন লাখ লাখ শ্রমজীবী মানুষ। পরিবহন শ্রমিকদের এতটাই দুরাবস্থা যে অধিকাংশ পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি বেকার হয়ে পড়ায় প্রতিটি পরিবারে চলছে দুরাবস্থা।
এদিকে, টানা অবরোধ ও হরতালে রাজশাহীতে ছোট বড় প্রায় অর্ধশতাধিক গাড়িতে পেট্রলবোমা মেরে পুড়িয়ে দেয়া হয়েছে। এরমধ্যে প্রায় ৩০টি গাড়ি ভাংচুর করা করা হয়েছে। এতে এসব গাড়ির মালিককে লোকসানের পাশপাশি মেরামত জন্য গুনতে হয়েছে মোটা অংকের টাকা।
যারা পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন তাদের চিকিৎসা খরচ বহন করতে হয়েছে মালিকপক্ষ থেকে। এতে কোন মালিকই চাচ্ছেন না ঝুঁকি নিয়ে যানবাহন বাইরে বের করতে। চালকরা গাড়ি চালাতে ইচ্ছা প্রকাশ করলেও মালিকপক্ষ থেকে তেমন কোন সাড়া পাওয়া যাচ্ছে না। এতে চালকরা ইচ্ছে করলেও গাড়ি চালাতে পারছেন না।
পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, অবরোধের কারণে দেশের লাখ লাখ মানুষের পরিবার এখন অচল অবস্থা দেখা দিয়েছে। মালিকপক্ষকে প্রতিদিন মোটা অংকের লোকসান গুনতে হচ্ছে। একই সাথে ব্যাংকের সুদের হারও বেড়ে যাচ্ছে।
তারা আরও বলেন, আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই। অবরোধ হরতাল চাই না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img