জসীম ভুঁইয়া, সময় সংবাদ বিডি-
ঢাকা: বিএনপি-জামায়াত জোটের অবৈধ হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা , সন্ত্রাস, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতাকর্মীরা।
আজ বেলা ১২ টার দিকে ফার্মগেট আনন্দ ছিনেমা হলের সামনে এই সমাবেশ ও মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা।
বাড্ডা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম উজ্জলের নেতৃতে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া মিছিলে লিটন, স্বপনসহ বাড্ডা থানা ৯৭ ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।