স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ জামাত শিবিরের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৮টায় বাড্ডা, মহাখালী ও ফার্মগেট এলাকায় মিছিল বের করে শিবিরকর্মীরা। এসময় শিবির নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে ও ইটপাটকেল ফেলে রাস্তা অবরোধের করে রাখে তারা।