বাড়িজাতীয়হরতালের শেষ দিনে সারাদেশে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

হরতালের শেষ দিনে সারাদেশে ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

BGB-thereport24

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল কর্মসূচির শেষদিনে নাশকতারোধে  ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৭১ প্লাটুন বিজিবি প্রস্তত রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হরতালকে কেন্দ্র করে  ২১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোর ৬টা থেকেই তারা টহল শুরু করেছেন।

তিনি আরও জানান, এর মধ্যে রাজধানী ঢাকায় অপ্রীতিকর ঘটনা ও নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পুরো রাজধানীর পাশাপাশি বিশেষ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর দিকে তারা নজরদারি করবে।

রাজধানী ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন ২০৮ প্লাটুন বিজিবি। এর মধ্যে দেশের অভ্যন্তরীণ এলাকসমূহের আইনশৃঙ্খলা রক্ষার্থে ৯৮ প্লাটুন ও বিভিন্ন মহাসড়কে যানবাহনে নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তার জন্য টহলে থাকছে ১১০ প্লাটুন বিজিবি।

মুহম্মদ মোহসীন রেজা আরো জানান, জরুরি ভিত্তিতে প্রয়োজনে আরো ৭১ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে সারাদেশে মোতায়েন করার জন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img