বাড়িজাতীয়হরতালের প্রথমদিনে ভাটারা থানার সামনে তুরাগ পরিবহনে আগুন

হরতালের প্রথমদিনে ভাটারা থানার সামনে তুরাগ পরিবহনে আগুন

d9af129674046ae02d7dad0db7d6ff68_xl_23657_0

স্টাফ করেসপন্ডেন্ট, সময় সংবাদ বিডি-

ঢাকা: আজ হরতালের প্রথমদিনে রাজধানীর ভাটারা থানার সামনে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে একটি তুরাগ পরিবহনে আগুন দেয় দূর্বত্তরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ভাটারা থানায় দায়িত্বরত অফিসার বলেন, কিছু দূর্বত্তরা তুরাগ পরিবহনের চলন্ত বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনী।

এদিকে শনিবার বিকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক রাত্রে মহাসড়কে গাড়ি না চালাতে মালিকদের প্রতি বিশেবভাবে আহ্বান জানানোর পরেই এই ঘটনা ঘটলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img