সময় সংবাদ বিডি,হবিগঞ্জ :
সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নবীগঞ্জ উপজেলার কুর্শি ডেবনার ব্রিজের কাছে গাড়ি চাপায় অজ্ঞাতনামা এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী এমা পরিবহনের গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যাক্তির।
নবীগঞ্জ থানার ওসি মো. লিয়াকত আলী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কে নবীগঞ্জ উপজেলার কুর্শি ডেবনার ব্রিজের কাছে এমা পরিবহনের গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ ব্যাক্তির।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছেন। গাড়িটি আটক করা সম্ভব হয়নি।