বাড়িজাতীয়স্বাস্থ্যখাতে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, স্বাস্থ্যমন্ত্রী

NASIM-1423206951

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতাল পরিদর্শন শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় চিকিৎসদের উপর হামলার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসদের নিরাপত্তার কথা বিবেচনা করে চিকিৎসক নিরাপত্তা আইন করা হচ্ছে।

এরপর মন্ত্রী খুলনা মেডিকেল কলেজের শহীদ মিনার ও বার্ন ইউনিটের উদ্বোধন করেন। সেখানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিএমএ খুলনা নির্বাচনে স্বাচিপের মনোনীত পরিষদের পরিচিতি তুলে ধরেন এবং খুলনা বিভাগীয় চিকিৎসক সমাবেশে বক্তব্য দেন।

এতে সভাপতিত্ব করেন স্বাচিপ খুলনা সভাপতি ডা. শেখ বাহারুল আলম। সমাবেশ পরিচালনা করেন স্বাচিপের কেন্দ্রীয় সহ-সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ।এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলুসহ আওয়ামী লীগ, স্বাচিপ, বিএমএ ও বিপিএমপিএ’র কেন্দ্রীয় নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img