স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরে অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে শক্তিশালী নিউজিল্যান্ড।
১৪৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে গিয়ে মাত্র ৬৬ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। পরে কেন ইউলিয়ামসনের ৩৮ রানের সুবাদে ২৪.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে কষ্টের জয় পায় তারা।
প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে কিউই পেসারদের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলেই শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন কালাম ম্যাকলিওড (০) ও হামিশ গার্ডিনার (০)। এরপর পেস তান্ডব চালান সাউদি। কাইল কোয়েটজার (১) ও অধিনায়ক প্রেস্টন মমসেনকে (০) ফেরান এ ডানহাতি পেসার।
পঞ্চম উইকেট জুটিতে স্কটিশদের হয়ে মাশান-বেরিংটন জুটি যোগ করেছেন ৯৭ রান। দলীয় ১০৯ রানে ম্যাট মাশানের (৫৬) বিদায়ের পর ফিরে গেলেন রিচি বেরিংটন (৫০)। দলীয় ১১৭ রানে নিজেদের ষষ্ঠ উইকেট হারায় স্কটল্যান্ড।
এ দুজনের বিদায়ের পর ডেনিয়েল ভেট্টোরি তিন উইকেট তুলে নিলে ১৪২ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড।
কোরি এন্ডারসন ও ড্যানিয়েল ভেট্টোরি তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট নিয়েছেন দুটি করে উইকেট।