স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে ‘এগ্রিমেন্ট অন ডোমেস্টিক সার্ভিস ওয়াকার্স’ শীর্ষক একটি চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী সৌদি আরবে ৮০০ রিয়াল (প্রায় ১৬ হাজার ৫৯২ টাকা) মাসিক বেতনে গৃহকর্মী পাঠাবে বাংলাদেশ। এছাড়া প্লেন ভাড়া, ভিসা ও ট্যাক্সসহ যাবতীয় খরচ বহন করবে নিয়োগদানকারী কর্তৃপক্ষ।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার এবং সফররত সৌদি আরবের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ড. আহমদ আল ফাহাইদ নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
গৃহকর্মী, মালী, চালকসহ ১২টি ক্যাটাগরিতে শ্রমিক নেবে সৌদি আরব। তবে এখন শুধু গৃহকর্মীই নেবে দেশটি।
মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার জানান, গৃহকর্মীদের ন্যূনতম মাসিক বেতন হবে ৮০০ রিয়াল। তাদের যাতায়াত, ভিসা, ট্যাক্সসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন।
তিনি বলেন, আপাতত গৃহকর্মীই নিচ্ছে তারা । শিগগির গৃহকর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
এর আগে সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) এবং সৌদি আরবের জনশক্তি আমদানিকারকদের সংগঠন সৌদি ন্যাশনাল রিক্রুটমেন্ট কমিটির মধ্যে একটি চুক্তি সই হয়।