বাড়িছবির খবরসোয়াইন ফ্লু-তে আক্রান্ত সোনম

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত সোনম

Sonam Kapoor

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন বলিউড সুন্দরী সোনম কাপুর। গুজরাটের রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

শনিবার প্রবল জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সোনম কাপুর।

সোনম কাপুরে তার আপকামিং সিনেমা প্রেম রতন ধন পায়ো এর জন্য গুজরাট এসেছিলেন। গুজরাট রওনা হওয়ার সময়েই প্রবল জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত ছিলেন তিনি। শুটিংয়ের মধ্যে তা আরও বাড়লে হাসপাতালে ভর্তি হন সোনম।

ধারণা করা হচ্ছে মুম্বাইয়ে সোনমের ফিজিকাল ট্রেনারের থেকেই সোয়াইন ফ্লু-র জীবাণু তার শরীরে সংক্রামিত হয়েছে।

সোনমের চিকিত্সক ডা. চিরাগ মাতরাভাদিয়া জানান, সোনমকে পৃথক কেবিনে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার মা সুনীতা রাজকোটে এসেছেন। তিনি সোনমকে মুম্বাইয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img