বাড়িজাতীয়সেবা প্রদানে সেরা দেবীদ্বার থানা

সেবা প্রদানে সেরা দেবীদ্বার থানা

10947227_789257377808112_2476238065721362842_n

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আইসিটি এন্ড টেলিকম’র আওতায় ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র সেরা ডিজিটাল থানা হিসেবে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে দেবীদ্বার থানা। ওই সেরা তালিকায় সারা দেশ থেকে ৭ বিভাগের ৭টি থানাকে নির্বাচন করা হয়েছে। আইটিসি’র কর্মকান্ডে চট্রগ্রাম বিভাগে দেবীদ্বার থানাকে সেরা তালিকায় অন্তর্ভূক্ত করা হয়। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পুলিশ হেডকোয়াটর থেকে এক ফ্যাক্স বার্তায় ওই তথ্য জানানো হয়।

আইসিটি এন্ড টেলিকম’র দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ পুলিশ বিভাগের প্রধান কার্যালয়ে অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম ভূইয়া কর্তৃক ১০ ফ্রেবুয়ারী স্বাক্ষরিত তথ্য ও প্রযুক্তি বিভাগের ১৪/১৪৪ নং স্মারকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় আরো উল্লেখ করা হয়,- ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ উপলক্ষে গঠিত আইসিটি য়্যাওয়ার্ড কমিটিরি (কার্য বিবরণী ও নীতিমালার ক্রমিক নং- ৫’এর ১(খ) এবং ৬ নং ক্রমিকে) ক্যাটাগরি ও সাব ক্যাটাগরির আলোকে সেরা ডিজিটাল থানা হিসেবে ‘দেবীদ্বার থানাকে’ মনোনীতি করা হয়েছে। উক্ত থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমানকে আগামী ১২ ফেব্রুয়ারী ঢাকা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র আইসিটি য়্যাওয়ার্ড পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহন করার আহবান জানান।

অপর এক ফ্যাক্স বার্তায় জানানো হয়- চলতি বছরের ২৭ জানুয়ারী ও ২৯ জানুয়ারী দু’দফা বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সেরা ডিজিটাল থানা নির্বাচন করা হয়। ক্যাটাগরি ও সাব ক্যাটাগরির ওয়ান চেম্পিয়ন ই-গভর্নেন্স এবং নির্বাচন প্রক্রিয়া/পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদর দপ্তরে মূল্যায়ন তালিকায় ৭বিভাগের ৭টি সেরা ডিজিটাল থানা নির্বচন করা হয়। ডিজিটাল থানা নির্বাচনে ২০১৪সালের কার্যক্রম, উদ্যোগ, উদ্ভাবন ইত্যাদি পারফর্মেন্স, মাঠ প্রশাসনে- মাঠ পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগের ক্ষেত্রে গতিশীল নেতৃত্ব প্রদান তথা প্রযুক্তি ভিত্তিক নাগরিক সেবা প্রদানে উদ্ভাবনী প্রয়াস ও উদ্যোগ, তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের পরিমান/সংখ্যা মান এবং ই-সেবা উন্নয়নে বিশেষ কৃতিত্ব বা অবদানের উপর ভিত্তি করে ওই নির্বাচনী তালিকা প্রনয়ন করা হয়।

আইসিটি এন্ড টেলিকম’র আওতায় ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র সেরা ডিজিটাল থানা হিসেবে চট্রগ্রাম বিভাগে সেরা দেবীদ্বার থানা ছাড়াও অন্যান্য বিভাগে যেসকল সেরা ডিজিটাল থানা হিসেবে নির্বাচিত হয়েছে, সেগুলো হলো- ঢাকা বিভাগে ঢাকা জেলার সাভার মডেল থানা, খুলনা বিভাগে যশোর জেলার কোতয়ালী থানা, রজশাহী বিভাগে বগুড়া জেলার কাহালু থানা, সিলেট বিভাগে সিলেট জেলার (এসএসপি) কোতয়ালী থানা, বরিশাল বিভাগে ভোলা জেলার ভোলা মডেল থানা, রংপুর বিভাগে ঠাকুরগাঁও জেলার সদর থানা। একই নিয়মে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক ৭বিভাগে ৭জন সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৭জন সেরা সহকারী কমিশনার ভূমি নির্বাচন করা হয়।

মঙ্গলবার বিকেলে দেবীদ্বার থানা সেরা ডিজিটাল থানা নির্বাচিত হওয়ার সংবাদ প্রচার হলে, দেবীদ্বারের ব্যবসায়ি, রাজনীতিকসহ বিভিন্ন পেশার লোকজন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানকে অভিনন্দন জানাতে থানায় ভীড় জমতে শুরু করেন।

পুলিশিং মার্কেট কমিটির সাংগঠনিক সম্পাদক এস,এম, মাসুদ রানা সেরা ডিজিটাল থানা হিসেবে দেবীদ্বার থানা নির্বাচিত হওয়ায়,- দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান’র কৃতিত্ব তুলে ধরতে যেয়ে বলেন, ওসি মোঃ মিজানুর রহমান তার বর্তমান কর্মস্থল দেবীদ্বার থানায় যোগদানের পর আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে নানাবিদ কর্মসূচী হাতে নেন। তারই অংশ হিসেবে অভিভাবকহীন বাজারের চুরি ডাকাতি ও আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে মার্কেট মালিকদের নিয়ে ‘পুলিশিং কমিটি’ গঠন করেন। ওই কমিটির মাধ্যমে বাজারের ব্যাবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ বিভিন্ন দপ্তর এবং ভোক্তা ও বিক্রেতাসহ সকল নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের নিউমার্কেট এলাকা, কলেজ রোড, চান্দিনা রোডের বিভিন্ন স্পটে ২০টি আইটি ক্যামের স্থাপন করেন। ইতি মধ্যে ওই ক্যামেরার সাহয্যে বাজারে রাজনৈতিক, সন্ত্রাসী, চুরি এমনকি সিএনজি চালিত অটো রিক্সা চুরির দু’ঘন্টার মধ্যে চোর সনাক্ত এবং সিএনজি চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও আইটি ক্যামেরার ভয়ে চুরি-ডাকাতি যেমন কমেছে তেমনি ছিনতাই, সন্ত্রাসী, মাদকাসক্তদের বিচরন, চাঁদাবাজীর হার কমেছে। অনেক জেলা সদরে ডিজিটাল নাগরিক সেবা প্রদানের পূর্বে মফস্বল থানা এলাকায় নাগরিক সুবিধা প্রদান দেবীদ্বারে এসব কর্মকান্ড অন্যান্য থানার ক্ষেত্রে মডেল হিসেবে অনুকরনীয় হয়ে থাকবে। এ ছাড়াও উপজেলার যেকোন প্রান্তে আইনশৃংলঅ পিিরিস্থতি বিগ্ন ঘটে- এমন কাজে তাৎক্ষনিক সহযোগীতা পেতে যোগাযোগ ও ব্যবস্থাগ্রহনে থানার মোইল সম্বর প্রচার করে দেন। যা থেকে নাগরিক সুবিধা প্রদানে যথেষ্ঠ ভূমিকা রাখে। ওসি মিজানুর রহমান তার নির্ধারিত দায়িত্বের বাহিরে মাদক বিক্রয় ও সেবন, বাল্য বিয়ে প্রতিরোধ, সামাজিক ও পারিবারিক, জমি সংকান্ত, আর্থিক লেন-দেনের বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার সংখ্যা কমিয়ে নিয়ন্ত্রনে এনেছেন। যার কৃতকর্মের স্বীকৃতি স্বরূপ দেবীদ্বার থানার ওসি জেলা পুলিশ সুপারের পক্ষ থেকেই নয়, বিভাগিয় পর্যায়ে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও একাধিক সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পেয়েছেন। এসব কারনে সেরা ডিজিটাল থানা হিসেবে দেবীদ্বারকে আলোকিত করতে দেবীদ্বার অফিসার ইনচার্জ (ওসি)র ভূমিকাই মূখ্য।

দেবীদ্বার থানার অফিসার ইনর্চা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, বাংলাদেশে সেরা ৭টি থানার একটি দেবীদ্বার থানা। এটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আমি গর্বিত আমার কর্মথানা এতবড় সম্মাননা পেয়েছে। এ সম্মাননার দাবীদ্বার দেবীদ্বারের জণগন। দেবীদ্বারবাসীর ভালোবাসায়, অনুপ্রেরনায়, সহযোগীতায় এসম্মাননা পেয়েছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img