বাড়িঅন্যান্যসুস্বাদু দুপুরের খাবার পেতে অর্ডার দিন, গুলশান বারিধারায়

সুস্বাদু দুপুরের খাবার পেতে অর্ডার দিন, গুলশান বারিধারায়

ffs photos

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার মধ্যে কর্মস্থলে একটা মোবাইল কলের মাধ্যমে অর্ডার  দিন। অর্ডার পাওয়া মাত্রয় অপনার জন্য খাবার তৈরী হবে এবং তা পৈাছে যাবে আপনার কর্মস্থলে। সুস্বাদু এই খাবার তৈরী হচ্ছে গুলশান বারিধারা এলাকায়।

খাবার সরবরাহকারি প্রতিষ্ঠানটির নাম ফ্রেন্ডস্ ফুড সার্ভিস(এফএফএস)। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন এমডি মামুনুর রসিদ। বর্তমানে প্রতিষ্ঠানটি গুলশান বনানী বারিধারায় এলাকায়র বিভিন্ন ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ইভেন্টসহ বেশকিছু সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দুপুরের খাবার অর্ডরের মাধ্যমে পরিবেশন করে থাকেন।

প্রতিষ্ঠানের মালিক মামুনুর রশিদ বলেন,   চাকুরিজিবিদের জন্য দুপুরের খাবার ম্যানেজ করাটা একটু কষ্টকর হয়ে পরে। আবার অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসেন। আমার চিন্তাধারা হল অল্প খরচে চাকুরিজিবিদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা। যেন স্বল্প খরচে চাকুরিজিবিরা মোবাইলে অর্ডার দিয়ে খাবার পেতে পারে।

তিনি বলেন, আমি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে উন্নত মানের খাবার পরিবেশনের চেষ্টা করছি। খাবার মেনুতে প্রদিনের খাবারের আইটেম দেয়া আছে যার যেমন খাবার পছন্দ সে সেই রকম খাবারের অর্ডার দিতে পারেন। খাবার আইটেমের মধ্যে রয়েছে, পেলাও, ভাত, মাছ, ডিম, সবজি, ভর্তা, ডাল, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ভুনা খিচুরী, শশা ও লেবু এছাড়াও বিভিন্ন ইভেন্টে অর্ডর অনুযায়ী খাবার পরিবেশনা করা হয়।

প্রতিদিনের খাবারের পাশাপাশী নতুন খাবার অর্ডার দিতে চাইলে ২ ঘন্টা পুর্বে অর্ডার দিতে হবে। খাবার তৈরীতে আছেন দক্ষ কারিগর। ৭০ টাকা দরের খাবার বাইরে যে কোন হেটেলে খেতে গেলে ১২০/= থেকে ১৫০/= টাকা পর্যন্ত দাম হতে পারে।
খাবার অর্ডার দিতে যেগাযোগ করুন- এমডি মামুনুর রশিদ, মোবাইল- ০১৮৩৮০৯২২৭০। সময় সংবাদে বিজ্ঞাপনে বিস্তারিত দেয়া আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img