বাড়িছবির খবরসুইটহার্ট’-এ খোলামেলারূপে বিদ্যা সিনহা মীম

সুইটহার্ট’-এ খোলামেলারূপে বিদ্যা সিনহা মীম

mim

মিজানুর রাহমান, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ‘সুইটহার্ট’ নামের এক চলচ্চিত্রে বিদ্যা সিনহা মীমকে দেখা গেছে খোলামেলারূপে। চলচ্চিত্রটিতে মিমের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা বাপ্পি।

নতুন বিষয় হচ্ছে, এ সিনেমার একটি গানের অংশবিশেষ গতকাল ৪ ফেব্রুয়ারি ইউটিউবে ছাড়া হয়েছে। এই টিউবে ভিডিওটি দেখে ভক্তদের চক্ষু ছানাবড়া। মিষ্টি মীম গানটিতে বেশ অন্তরঙ্গ মুহূর্তে সাবলীলতার পরিচয় দিয়েছেন। বাপ্পী শাড়ি পরিয়ে দেওয়ার সময় মীমের এক্সপ্রেশন কেমন ছিল?

গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান। এ গানের বিভিন্ন মুহূর্তে মীমকে বেশ সাহাসীভাবে দেখা গেছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img