বাড়িব্রেকিং নিউজসিলেটে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ: নিহত দুই

সিলেটে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষ: নিহত দুই

Sylhet.pic-11

 

সময় সংবাদ বিডি,সিলেট:

সিলেটে জেলার  সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকার সাতমাইল নামক স্থানে যাত্রীবাহী বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক উজ্জল (৩৫) ও আরোহী মাহাবুব (৩৮) নামে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে  ১০টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী হবিগঞ্জ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওষুধ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানের চালকসহ ২ জন নিহত হন। আহত হন কাভার্ড ভ্যানের অপর এক আরোহী ও বাসের ২ যাত্রী।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা জোনের সহকারী কমিশনার (এসি) নাসির উদ্দিন  জানন, দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালকসহ ২ জন মারা গেছেন। তবে বাস যাত্রীদের তেমন কোনো ক্ষতি হয়নি।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img