বাড়িঅপরাধ ও দুর্নীতিসিলেটে জমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ৭০

সিলেটে জমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে আহত ৭০

1421670449

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সিলেটের গোয়াইনঘাটে লেঙ্গুড়া ইউনিয়নের গোফসি ও সিটিংবাড়িতে জমি নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১৮ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিটিংবাড়ি হাওরের প্রায় ৪০ বিঘা গোচারণ ভূমি নিয়ে সিটিংবাড়ি ও গোফসি গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার সকালে সিটিংবাড়ি গ্রামের লোকজন বোরো চাষের জন্য ওই গোচারণ ভূমিতে বাঁধ দিতে যান। খবর পেয়ে গোফসি গ্রামের লোকজন গিয়ে তাতে বাধা দেয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একে অপরের উপর আক্রমন চালায়। এতে অন্তত ৭০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি শান্ত করে।

আহতদের মধ্যে ১৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে কয়েকজনকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিরোধপূর্ণ ভূমি নিয়ে গোফসি ও সিটিংবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতো বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img