বাড়িঅপরাধ ও দুর্নীতিসিলেটে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

সিলেটে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

koktel bomb

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। এতে শিশুসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরের ময়দানস্থ বাংলাদেশ বেতারের অদূরে দুপুর ১টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা ককটেল হামলা চালিয়েছে পিকেটাররা। এতে দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের মাহবুবুর রহমান লায়েকের ছেলে নাফিসা (৮), হাফিজুর রহমান (১৮ মাস) ও সিএনজি অটোরিকশা চালক সৈয়দ আহমদ।

১টার দিকে দর্শনদেউড়ি এলাকায়ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। প্রায় একই সময়ে সুবিদবাজার পয়েন্টে ২টি যানবাহনের গ্লাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় টহল দেন। এছাড়া দর্শনদেউরী এলাকায় অবস্থান করছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img