রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-
মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া দ্বিতীয় ধলেশ্বরী ব্রীজের নীচ থেকে ট্যাক্সি ক্যাবে তল্লাশি করে ৯৬ ক্যান (৪কার্টুন) বিদেশী বিয়ারসহ তিনজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
সিরাজদিখান থানা পুলিশ সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার রাত সারে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্যাক্সি তল্লাশি করে ৪টি কার্টুনে থাকা ৯৬ বোতল বিদেশী বিয়ারসহ তিনজনকে আটক করে।
আটক তিনজন হলো মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ক্ষিদিরপাড়া গ্রামের মোঃ ইয়ানুছ শেখের ছেলে মোঃ আয়েছ শেখ (২৪), শ্রীনগর উপজেলার শিংপাড়া গ্রামের মোঃ আবু সালামের ছেলে মোঃ আপেল (২৭) ও শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শিংজালা গ্রামের মৃত ফতেহ আলী বেপারীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩২)।
বর্তমানে তারা ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ আকবর আলী ও ঢাকার জুরাই আলমবাগ কায়েছ আহম্মেদ লিটুর বাড়ির ভাড়াটিয়া।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।