স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ ২০ দলের ডাকা হরতালে নাশকতা এড়াতে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের জাহিদুল, উল্লাপাড়া উপজেলার কাওয়াক গ্রামের ওলিপুর গ্রামের রমজান আলী, আবুল কাশেম , মোস্তফা কামাল ও লেবুল মণ্ডল।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে হরতালের সমর্থনে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল বিসিক মোড়ে একটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধ ও হরতালকারীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ থেকে সাতজন পিকেটার হঠাৎ করে ট্রাক লক্ষ্য করে ঢিল ছুড়ে সামনের গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, চোরাগোপ্তাভাবে ট্রাকে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।