নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-
ঢাকা: সিরাজগঞ্জ জেলা বিএনপির মিছিলে বাঁধা দেয়ার প্রতিবাদে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন অভিযোগ করে বলেন, শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ও ধানবান্ধি মহল্লা থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। কিন্তু এসময় পুলিশ বাধায় দেওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এর প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে বলেও জানান তিনি।