বাড়িব্রেকিং নিউজসিরাজগঞ্জে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

সিরাজগঞ্জে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

hortal_47059

নিজস্ব প্রতিবেদক, সময় সংবাদ বিডি-

ঢাকা: সিরাজগঞ্জ জেলা বিএনপির  মিছিলে বাঁধা দেয়ার প্রতিবাদে রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত  এ হরতাল চলবে।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন অভিযোগ করে বলেন, শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ও ধানবান্ধি মহল্লা থেকে একটি মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। কিন্তু এসময় পুলিশ বাধায় দেওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এর প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img