সময় সংবাদ বিডি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ীতে ঢাকা থেকে রংপুরগামী চলনবিল পরিবহণ নামের একটি যাত্রীবাহী দূরপাল্লার বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন দগ্ধসহ অন্তত ছয় জন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-বাসচালক সজিব হোসেন, হেলপার খলিলুর রহমান, যাত্রী মহসিন, রুস্তম আলী, শুভ আহমেদ ও জহুরুল ইসলাম। তাদের সিরাজগঞ্জ রোডের সাখাওয়াত হোসেন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর মধ্যে রুস্তম আলীর অবস্থা গুরুতর। তার শরীরের ১০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান।
এছাড়া জহুরুল ও শুভ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে চলনবিল নামে একটি বাস রংপুর চাচ্ছিলো। পথে ওই সড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছুলে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই ছয়জন দগ্ধ হন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হরতাল ও অবরোধ সমর্থকরা একটি মোটরসাইকেল থেকে এ হামলা চালিয়েছে।