সময় সংবাদ বিডি,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের বিক্রয় প্রতিনিধি সরোয়ার হোসেনের (৩০) মোটরসাইকেলে পেট্রলবোমা ছুড়ে ৫ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কড্ডা-বেলকুচি আঞ্চলিক সড়কের খিদির বটতলায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
সরোয়ার হোসেন শহরের রায়পুর মহল্লার মনছের আলীর ছেলে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তার মোটরসাইকেলের সামনের অংশ পুড়ে গেছে।