বাড়িব্রেকিং নিউজসিরাজগঞ্জে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

Sirajgonj-4_0

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হরতাল-অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে নাশকতা চেষ্টার দায়ে পুলিশ জামায়াতের এক নেতাকে আটক করেছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার হাজি কোরব আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে মিছিলটি বের হয়ে রেলগেটে গিয়ে শেষ হয়।

এসময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম-আহ্বায়ক হাসনাতে রাব্বি সুমন, শাহান রোজা, কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সকালে হরতাল সমর্থকরা যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এসময় মহাসড়কে অবস্থানরত পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img