স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বাজারের শিমুলতলায় অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল ও সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল ভাঙচুর করে হরতালকারীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিছিল বের করে ছাত্রদল।
বহুলী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল মামুনের নেতৃত্বে এ সময় মিছিলে ছিলেন- ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর নবী সেখ, বহুলী ইউনিয়ন দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি তারিকুল ইসলাম, শিয়ালকোল পশ্চিম ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদল নেতা জাহিদ হাসান, আবু তোহা পলাশ, শফিকুল, মুক্তা, ইয়ামিন প্রমুখ।
এদিকে মিছিল চলাকালে ৩টি সিএনজি অটোরিকশা ও ১টি মোটর সাইকেল ভাঙচুরের করে হরতালকারীরা।