বাড়িজাতীয়সিরাজগঞ্জে ককটেল উদ্ধার, আটক ১০

সিরাজগঞ্জে ককটেল উদ্ধার, আটক ১০

Sirajgonj-4_0

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সিরাজগঞ্জে ২০ দলীয় জোটের ডাকা হরতালের পাশাপাশি জেলা জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার রেল লাইনের উপর থেকে একটি ককটেল উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে ককটেল উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নাশকতার অভিযোগে সিরাজগঞ্জ থেকে বিএনপি জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে হরতালের কারণে সকাল থেকে সিরাজগঞ্জ এম.এ মতিন পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। আন্তঃনগর রুটে বাস চলাচলও বন্ধ রয়েছে। তবে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

শহরের দোকানপাট বন্ধ রয়েছে। স্কুল-কলেজ খোলা থাকলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম হওয়ায় স্কুলগুলোতে ক্লাস হচ্ছে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img