স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এলো সিম্ফোনি। এক্সপ্লোরার এইচ ২০০ নামের এই নতুন স্মার্টফোনটি অ্যান্ড্রওয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। এতে রয়েছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং এক জিবি র্যাম। ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, ৩২ জিবি এক্সটারনাল এসডি কার্ড ব্যবহার করা যাবে।
এর মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সামনে থাকবে ৯ মেগাপিক্সেল ক্যামেরা।
গতকাল সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটির সিম্ফনির শো রুমে এক অনুষ্ঠানে হ্যান্ডসেটটি বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেন সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক।
সিম্ফনির সেলফি স্পেশালিস্ট এই ফোনটিতে থাকবে ৪.৭ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে। সাদা ও কালো এই দুই রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে।
সিম্ফনি শো রুম থেকে হ্যান্ডসেটটি ১২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সিম্ফনির হেড অব মার্কেটিং আশরাফুল হক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জাহিদুল ইসলাম এবং এজিএম (অপারেশনস) কাজী জাহির উদ্দিন প্রমুখ।