সময় সংবাদ বিডি,নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া এলাকায় ট্রাক চাপায় প্রান্ত নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় চালক মনির হোসেনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত প্রান্ত আদমজী সুমিলপাড়া বিহারী কলোনি এলাকার ভাড়াটিয়া শাহজাহানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমিলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ-শিমরাইল মোড় সড়কে সাইকেল চালানোর প্রশিক্ষণের সময় নারায়ণগঞ্জমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-০১৯৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।